top of page
Badges

বর্ষবরণের  নতুন  ঠিকানা

About
Logo.jpg

An initiative by Mindshaft media Pvt Ltd

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। পয়লা বৈশাখে নতুন বছরের যাত্রা শুরু; পয়লা বৈশাখ‌ই বাঙালির প্রথম পার্বণ। চৈত্রসংক্রান্তির সূর্যাস্তে বাঙালি গেয়ে ওঠে - 'জীর্ণ পুরাতন যাক ভেসে যাক..

বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব, এটা সবাই জানেন। তবে প্রাণের আবেগে পয়লা বৈশাখ বা বছরের প্রথম পার্বণ‌ও কিন্তু কিছু অংশে কম নয়। প্রথম বা পয়লা পার্বণ - সমস্ত বাঙালির পার্বণ, জাতি-ধর্ম-উঁচু-নিচু কোনো ভেদাভেদ সে মানে না। সে শুধু মানে বাঙালিয়ানার আবেগ - আশার নতুন সূর্যোদয়।

পয়লা পার্বণ  বাঙালিয়ানার উৎসব। 


যে রুচি, শিল্প, শিক্ষা, বোধ, চারুকলা দিয়ে বাঙালিয়ানা বোঝায়, এ হল তার উদযাপন। এই আনন্দ সমগ্র বাঙালির - যে এখানে তাঁর, যে পরবাসে তাঁর, যে অবাঙালি বাংলাকে ভালবেসে আমাদের সঙ্গে রয়ে গেছেন, তাঁরও। পয়লা পার্বণ আমাদের সব্বার, সকলের - প্রাণের আবেগে মিশে থাকা বছরের প্রথম আলোর রোশনাই !  

আর হ্যাঁ, এই জন্যই তো, পয়লা পার্বণ কিন্তু কখনই একলা নয়।

YEAR 2024

( বঙ্গাব্দ ১৪৩১ )

KOLKATA IS GOING TO WITNESS A GRAND CELEBRATION DURING POILA BOISAKH

SOMETHING THE CITY HAS NEVER EXPERIENCED BEFORE THE EVE OF NOBOBARSHO

CELEBRITY PERFORMANCE

A musical performance by Bengali popular singers like 

Sidhu, Soumitro, Anindya , Ujjaini and Many More

নৃত্যের তালে তালে

বাঙালি মানেই শিল্প সংস্কৃতি নাচ গান। আমাদের সেই ধারা, সেই পারিবারিক ধারা কি হারিয়ে গেছে? আমরা তা মনে করি না ! পয়লা পার্বণে তাই আপনাকে স্বাগত। আপনার প্রতিভাকে আমরা সবার সামনে তুলে ধরতে চাই। শর্ত একটাই।  নাচ যেন হয় বাংলার। বিশদে জানতে যোগাযোগ করুন নিচের নাম্বারে কিংবা ক্লিক করুন নিচের লিঙ্কে। আমরা অপেক্ষা করছি আপনার জন্যে। কোথায় হবে ? বাগবাজারে দুর্গা পুজোর মাঠে। ১২ই থেকে ১৪ই এপ্রিলে। 

Want to participate?

বাংলায় গান গাই

আচ্ছা , বাংলায় গান কি কম পড়িয়াছে? তাহলে আমরা সেই নতুন গান আর শুনতে পাই না কেন? আমরা কিন্তু মনে করি অজস্র বাংলা ব্যান্ড নতুন গান নিয়ে অপেক্ষা করছে আমাদের শোনানর জন্যে। পয়লা পার্বণে তাই আপনাকে স্বাগত। আপনাদের  প্রতিভাকে আমরা সবার সামনে তুলে ধরতে চাই। শর্ত একটাই।  গান যেন হয় বাংলায় । তাই তো আমাদের অনুষ্ঠানের নাম - আমি বাংলায় গান গাই।  বিশদে জানতে যোগাযোগ করুন নিচের নাম্বারে কিংবা ক্লিক করুন নিচের লিঙ্কে। আমরা অপেক্ষা করছি আপনার জন্যে। কোথায় হবে ? বাগবাজারে দুর্গা পুজোর মাঠে। ১২ই থেকে ১৪ই এপ্রিলে। 

Want to participate?

আঁকি বুকি 

বাবা নাকি একসময়ে দারুণ গিটার বাজাতেন আর মা কি যে ভালো নাচতো ! আমি ছবি দেখেছি। মা এখন বললে হাসেন। ঠাকুমায় কিন্তু কম যায় না, সেবার কাকার বাসরে, কাকিমনি গাইবে কি ! ঠাম্মা একাই একশো !
গল্পটা কি চেনা চেনা লাগছে? আমরা তো এরকমই সেরা একটা পরিবার খুঁজছি। যেখানে সবাই মিলে একসঙ্গে কিছু না কিছু করে জমিয়ে রাখেন ঘর সংসার। সেই সব ফেলে আসা প্রতিভাগুলো ঝেড়ে ঝুরে চালচিত্রর মতো করে সাজিয়ে একসঙ্গে চলে আসুন আমাদের এই মঞ্চে। হয়তো আপনাদের পরিবারই হয়ে উঠবে পয়লা পার্বণের সেরা পরিবার। 
কোথায় হবে ? বাগবাজারে দুর্গা পুজোর মাঠে। ১২ই থেকে ১৪ই এপ্রিলে। 

Want to participate?

বৈশাখের সেরা পরিবার

বাবা নাকি একসময়ে দারুণ গিটার বাজাতেন আর মা কি যে ভালো নাচতো ! আমি ছবি দেখেছি। মা এখন বললে হাসেন। ঠাকুমায় কিন্তু কম যায় না, সেবার কাকার বাসরে, কাকিমনি গাইবে কি ! ঠাম্মা একাই একশো !
গল্পটা কি চেনা চেনা লাগছে? আমরা তো এরকমই সেরা একটা পরিবার খুঁজছি। যেখানে সবাই মিলে একসঙ্গে কিছু না কিছু করে জমিয়ে রাখেন ঘর সংসার। সেই সব ফেলে আসা প্রতিভাগুলো ঝেড়ে ঝুরে চালচিত্রর মতো করে সাজিয়ে একসঙ্গে চলে আসুন আমাদের এই মঞ্চে। হয়তো আপনাদের পরিবারই হয়ে উঠবে পয়লা পার্বণের সেরা পরিবার। 
কোথায় হবে ? বাগবাজারে দুর্গা পুজোর মাঠে। ১২ই থেকে ১৪ই এপ্রিলে। 

Want to participate?

ঠেকে শেখে

বাঙালি সত্যি কিন্তু ঠেকেই শেখে। হয় পাড়ার আড্ডার ঠেকে কিংবা ঠকে -ঠেকে। আড্ডা প্রিয় বাঙালি কি Rolled down Reel এর চক্করে ? নাকি বাঙালি এখনো আড্ডা মারতে ভালবাসে বিভিন্ন বিস্ময়ে। দেখতে আসতে ভুলবেন না কিন্তু  ১২ ঠেকে - থুড়ি থেকে ১৪ই এপ্রিল, পয়লা পার্বণের আড্ডার ঠেকে। কি নিয়ে ? আর কারা ? সবাই আপনাদের চেনা এবং প্রিয় ! কবে কি নিয়ে আড্ডা দেবেন তাঁরা? যারা আসবেন দেখতে পাবেন শুধুই তাঁরা !

WhatsApp Image 2024-03-14 at 11.27.45_5ded6395.jpg

Register Here

Please fill out the registration form if you wish to participate with us.

Thanks for submitting!

bottom of page